দু’ঠোঁটের যুদ্ধ তো ইতিটানার নীলাসমান;
তবুও কোথায় জানো এখনো চলছে যুদ্ধ- আর যুদ্ধ
কাঙ্খিত বর্ণমালা এ যুদ্ধের একটি করে শব্দ সৈনিক !
আর সৈনিকের রক্তজল বয়ে বয়ে হয় কাব্যনদ-


প্রতিদিন একটি করে সৈনিক ঝরে যাচ্ছে- আর যাচ্ছে
কোনটি শুচি -কোনটি অশুচি কিছু বুঝে না-
তবুও কেউ বিস্ময় -কেউ বা শোকে কাতর-
কিন্তু কাব্যনদের তরে জীবন্তশহিদ হয়েছে সৈনিক
-সেই ঠোঁটের যোদ্ধা তো জানলোই না !


শুধু আকাশচুম্মি তার বর্ণমালার সুখ জয়-
অপেক্ষার বর-আঁধার বুক এ যুদ্ধের পরাজয়;
তবুও জানবেই না ও ঠোঁটের যোদ্ধা।


০১/০৯/১৬
=======