মাথামণ্ডু ডুবাইলো রে ডুবাইলো
-মনপরান খায়রার তরে খাইয়া গেলো-
ছলনার প্রেমে হইল রে চরডাঙ্গা দেহ রে
চরডাঙ্গা দেহ ! তাহার লালচোখে জ্বইলা
পুড়াইলো রে জ্বইলা পুড়াইলো ।


বৈচিত্র্য চরডাঙ্গার প্রেমের ধুলো
শূন্য উড়ে যায় রে শূন্য উড়ে যায়
অশ্রুসিক্ত করিয়া ফেসবুকের
নয়ন রে ফেসবুকের নয়ন-
সেলফি তুলার আনন্দ উচ্ছ্বাস করিয়া বহন
স্মরণ রাঙা মুখের ক্ষণ রে রাঙা মুখের ক্ষণ;


কেনো জানি সুখের মাঝে
আউলা ঝউলা মুখ ভরিয়া করে
লালচোখ রে লালচোখ-
চোখের অন্ধকারের মধ্যে শুধু ডুবে মারা !
মাথামণ্ডু মনের সথে ঝরে পড়া
সাদাসুখ রে- সাদাসুখ ।


২৪/০৯/১৬
======