সেই দিনও দক্ষিণা জানালাটা খুলাছিল না
বলে-দেখোনি সুর্য্যের চঞ্চল প্রণয়ের দুরন্তপনা-
শুধু কি তাই রঙিন চাদরে ঢাকিয়ে দিলে দুঃখ বেদনা !


কেনো অবগুণ্ঠন তবে কি জানালার সিকগুলোর
তৈরি বুঝি ঐশ্বরিক ঝিলিক পোড়া রঙ একবার বলো না-


হিল্লোলচিত্তে মাঝে মধ্যে দোরজাটাও বন্ধ রাখো
এ নর্দমার বাতাস ঢুকে বলে সতর্ক থাকো-
তবে কি হাজারো প্রশ্নে কাতর স্বার্থপরী বুঝে না;


-কেনো জানালাও বন্ধ- দোরজাও বন্ধ
শুধু কি চার দেয়ালের ঘর- চার দেয়ালের ঘর?
নাহয় একবার এসো পূর্ণিমায় হবো দক্ষিণা সমাদর ।।


০৩/১০/১৬
=======