ঘরবাড়ির দু’জানালার মাঝখান সাজিয়ে
দোলনা দোলনায় দোল খেলে খেলে-
কত না করে যায় দুষ্টুমি !
দু’ভাইয়ের মনজুড়ে একটু না রাগরাগনি
দোলনায় বসে বসে দু’জনা-
উড়ুক না-দোলুক না হয়ে
ভালোবাসার মুখপঞ্চমী;
দেয়ালখাতার পাতায় পাতায় হিজিবিজি লেখে
মনানন্দে বড় হক না সমাদর কৃতি-
-ওরা দু’ভাই আকুক আর আলফি।


০৮/১০/১৬