অর্ন্তদৃষ্টি ভাসে দূরে- যাচ্ছে সন্তমুখ চলে
সীমানার পারে শুধু থাকল পুষে জ্বলে জ্বলে-
-গলাভাঙ্গা অভিমান- হায় অভিমান;
তবুও ভাসা নায় ভাসচ্ছে কোন জলে জলে ?


ধোঁয়া সাই ভরেছে বুঝি শিশির বিন্দু জল
স্মরণ বালিকায় হয়েছে এখন অসমতল;
ঘাস ঝিলিক শুকনো পাতার মিলিক মিশ্রোণে
মোড়ল গাঁয়ে বাদল রে পল্লী গাঁয়ের বাদল।


আধার সাজ গোলাপী সৌরভে অষ্ঠমুখী-
নেই নেই স্বচ্ছ জলে প্রণয় পোড়া দির্ঘলশশী-
ওখানেই থাকলো শুধু অভিমানে সন্ত চাষী!
জলঢাকার দৃষ্টিপটে শূন্য মাঠে বাসাবাসি।


১৭/১০/১৬
=======