গগণ বুকে পাখি উড়ে
ডাকি রে কাছে আসে না-
বৃষ্টিমাখা রোদ্দূর সুখে
ছুঁয়ে যায় লাক্ষ ভাবনা;
শূন্য খাঁচায় দুলে সাই !
মেঘের নানা রঙছড়ায়
ঝড় হাওয়া কেউ দেখে না
অর্ন্তজলে ভিজে আপন মনা-
উড়ে দায়, কেউ বুঝে না
যার যায় তার যেতনা!
শূন্য ছায়াছবি মনো উঠানা-
পাখি দেখ না মায়া দুলনা !
দায় সারা মেঘে দে না বন্যা
ঝর্ণাধারায় পাহাড় সইবে না।



২৯/১০/১৬
=======