প্রেম ডাঙ্গার পদ্ম ফুলে
ভরে গেছে শুকনো পাপড়ি চর-
জল ঝরানো মেঘ হয়ে
উঠানে নামবি ঝড় ।
হায় সুখের ভিজা পদ্ম ভাসে
স্মৃতি ভরা নায়-
নায়ের ঢগায় কষ্ট থাকে
ও প্রেম সৃষ্টির সায় !
কি কপালের হাট বাজারে
কপাল পোড়ে ছাই-
প্রেম ডাঙ্গার জলপোকায়
খেয়ে গেলো বিবেক
বুড়ো চক্ষু অন্তর -
তবুও খালেবিলে পদ্ম ফুটে
শুধু মন বাগানে পর ।


০৯/১১/১৬
=======