মনের দর্শন শুধু চাও- এ বুকের মধ্যে ভাগে-
মনের ধূলি চাও না- মৃদূ চরণ ফেলার আগে !
কি কামের গুন ফলে গুনবতির মেঘে মেঘে বাও
বৃষ্টি বন্ধু শিশির বিন্দু-পরিত্যক্ত পুতুল নাচে গাও;


দেহ স্পর্শ করি মাটি ভেবে- খাঁটি মাটি কিসে রবে
দর্শনে আর দর্শনে যদি না হয় খাঁটি- ভুল দর্শন গায়ে
গড় না মাটি- মাটি মিশে ধূলি হবে, সত্যমিথ্যা বাগে;
প্রতিধ্বনি পঞ্চপায়ে সর- কেউ হবে না পূন্যকাজে বর।


১৪/১১/১৬
=======