ও মৃত্তিকা না কান্দিলোও- আঁখি
আকাশ কান্দে উঠান ঘিরে বৃষ্টি !


ও অফসোসে না ফাঁটিলো বুকপাটি
মেঘের আর্তনাদের গর্জন ঠিকি হবে খাঁটি।
চৌকাঠ ভিজাও না যৌবন ফুরতি মিষ্টি
আঁধার পেরিয়ে আসবে না নতুন সৃষ্টি;


নগ্ন বিছানা জুড়ে হাড়ের আর্ত কৃতি-
মসৃণ কুয়াশায় যদি হয় মাটির মতি!
সেদিন- অন্যমেঘে এতটুকু রেখো দৃষ্টি-
বাস্প বাতাস মিশাবো অনাদায় মুখি
প্রণয়ের সমস্ত পাণ্ডুলিপি করে সুখি !


আকাশ কান্দে উঠান ঘিরে বৃষ্টি ।


১৬/১১/১৬
=======