সাতাসমান জুড়ে কালোমেঘ হয় কেন ?
অক্ষয় জনমের নীলবেদনার প্রণয় আছে বলে !
রোজ তাই পৃর্ণিমার ঝিলিমিলি ঝিরিঝিরি
নুনা জলতরঙ্গে হয়েছে খরা নদ-
নদ পাজরের আশিন কোণে
ধু - ধু বালিচর হয় কেনো ?
প্রণয়ের অসীম পলি বয়ে যায় বলে !
সাজ উত্তর কি এতটুকু বোঝ-
শুধু ছায়ামেঘের পিট নৈঃশব্দের আর্তনাদ
সবমানের প্রণয় বুঝি নিঃসঙ্গ আঁধার রাত।



২৪/১১/১৬
======