ভাল পূণ্য কাজের স্বাদে
আমার পেট ভরে না- ভরে না
হাংগর মাছের মতো শুধু
ঢাংগর মারে ক্ষৃধার্ত ভাবনা ।
কি লোভও দর্শন চাস রে মন
দর্পণে দেখ না কত না অঘটন
মনচক্ষু ভরে কর না মৃত স্মরণ !


ভাল পূণ্য কাজের স্বাদে
আমার পেট ভরে না- ভরে না


রঙও ভবের গায়ে যদি
কালিবর্ণের ব লেগে পেট ভরে
যায় দ্বার বন্ধ উঠান জুড়ে
তবে কি ভালোর চেয়ে মন্দের
সুঘ্রাণ বেশী বেশী উড়ে
জ্বালা যন্ত্রনা কে বা সহ মুখবন্ধন
নালটে রয় ওস্বাদের ক্ষুধায়
আর পেট ভরে না।


২৮/১১/১৬
=======