বয়সটাকে গুণতে বসে বিদ্বেষী কেল্লা
ঘাসের কথা খুব মনে পরে যায়-
পাতার শিংগার কি ধার ! দূরন্ত চলার
পথে কচকচ করে ফোটে যেতো
প্রণয়ের উচ্ছ্বাস ভরা হিমশীতল পায়;


সহয্য করতাম উষ্ণ চঞ্চলতার আনন্দে
এখন কারের শীতটা ভীষণ বেহিসাবী
যেনো প্রভাতির মিষ্টি রোদ ছুঁয়ে যায় রবি
নানান রঙবহর স্মৃতিরা করে মায়াবী


বয়সের হিসাব বোঝে না ঠিক শীতকুয়াশার মত
মাঘ নদীর নিরব কল্লোল শব্দে জল বয় যত-
তেমনী করে আসে ফিরে ঐ উঠানে শীত!
বিদ্বেষী বয়স ঘিরে আসেনা উষ্ণতার মিত।


০১/১২/১৬
=======