বুকের উর্বর মাঠে অবহেলার চাপা ফসল
চোখের পাহাড়ে নৈঃশব্দের ঝর্ণা-
শয়তানের অহংকার স্বর্ণ সেতো মাটির রুপ
ধর্মের রুকু দেওয়া অভিনয়ের কাঁন্না !


শুধু ন্যায়বিচারে স্বার্থের টানো পারাপার-
কি করে ভাবে মাটির ঘরে ঈমানদার !


ভয়ের উল্টোদ্বারে ক্ষমতার ঈর্ষানল
তবে কি অবজ্ঞায় পুড়ছে দিনকাল ?
ফসল তুমি ধৈর্য্যই দুলো;একটু না হয় !
-এই বিদ্বেষী ভবনের চার দেওয়াল ।


সোনালী বাতাসে ভরে উঠবে পাজর
চারিধারে অন্ধকার- অন্ধকার !


১৮/১২/১৬