লজ্জাবতী দেখলেই- পলক লাগে যায়,
আরো লাগে ভাল ছোঁয়ে গেলে, পাতায়-
কি লজ্জার বাহার যেনো বাগান জুড়ে-
শিহরণ- হাতের তালু উষ্ণতা খরে !


‍উঠবে কবে দেয়াল বয়ে, শুরবড়িতে
রেললাইনের অদই দূরে লাজুক ফুটে !
লজ্জাবতীর ঢালপালা কঞ্চিবাঁশের মত-
বহুরঙে রাঙামাটির,ঘোমটা পরা রাত।


২৮/১২/১৬
======