মাটির পঞ্জর বুকে সন্ধ্যা আসার ভয়ে
-শুধু ভুমিকম্পের জয় !
না দেখার দৃশ্যপটের অনলগুলো ভুল নাহয়
মনপরশ ঘিরে কত না ক্ষয়।


পাজরের দেয়ালটা ভেঙ্গে যাচ্ছে রোজ
ইটভাটার নতুন ইট কই !
রাজমিস্ত্রিরা রূপেগুণে কত না দেখে স্বপ্ন
সন্ধ্যার আনন্দে হৈহৈ রৈরৈ-


গগণ দ্বীপে পঞ্জরায় ছোঁয়ে পূর্ণিমা ঝরে
স্বর্ণচোখ জোড়ায় করে থই থই-
রঙ্গশালায় মাটির রঙে রাঙা সব হবে জল
জলের ডুবে ভাসার ছল ।


০৫/০১/১৭
=======