জলতরঙ্গের আর সুগন্ধের মতো
বয়ে চলে প্রণয়- যেমন করে নদীর উত্তাল
স্রোত ভাঙ্গে বালুমাটি-
ভালোবাসা স্বরূপ বন্ধু !
বোঝ না বিশ্বাসে জনম খাঁটি-


শুধু খাঁটির হাটবাজারে এখন
ঘুষের মতো পীরিতির হয় রে
কেনা বেজার মন;
তাই হলো আবিস্কার ফরমালিন
জীন্দা রাখো প্রণয়ের
ঘুম পাড়া শীতল পাটি !


ঘুমের ঘোরে কত না স্বপ্ন দেখো
প্রণয় রাজ্যে ঘিরে হয়েছো রাজ রাণী-
খাঁটির চেয়েও খাঁটি ভালোবাসা
ঘাসফড়িং মতো করে উড়ান্তি ;
তোর ঘাসে বাগানে বসবে যখন
বুঝে নিয় প্রণয়ের হয়েছে ঘাসফড়িং তখন ।


০৭/০১/১৭
=======