মৈনট ঘাটে -নদীর নামটি যমুনাছিল
শুধু ওখানেই- যতো বার দেখেছি-
সামনে আর পিচের চঞ্চলা ঢেউগুলো !
ততোবার নৌকা ভাসতে ইচ্ছে হচ্ছিল;
হায় হায় নদীর নামটি যমুনাছিল ।


শান্ত শীতল জলের উপর –অশান্ত নীলময়
জেগে তুলে- ধারাবর্ষ ডাকাত মারা চর !
রক্তকোষে হয় ক্ষরণ ভিজাই স্বপ্নগহীণ –
খরখরাবালি পাঁজর- তবুও স্রোতের মাঝে
খেলা করে- দু’মাংস পেশী মোড়ানো চাদর;
হায় হায় নদীর নামটি যমুনাছিল ।


-শরতের দু’ধারে কাশবনে জ্বলাই অনল
চাঁদনীরাতে হয়ে যায় পুড়া ছাইয়ের উড়ল-
হায় হায় শুধু নদীর নামটি যমুনাছিল
নিঃস্ব দেহ মনে-চারিধার করছো জনবিরল।
২৪/০১/১৭
=======