ঘরের মধ্যে শুধু লুকোচুরি
বাহিরে সাজাও দালানকুঠড়ি-
ভাবতরঙ্গে কাটার বাগান
দু’নদীর মাঝে অথৈই কষ্টবান;


লুকচুরি খেলা করে চঞ্চল সময়
ফুরায়েছো হারায়েছো কষ্টময়-
ফিরতি গাঁয়ে কৃষ্ণচূড়াতলে,
বুকের মাটি পুড়ছে অনলে।


অদৃশ্যের পটভুমি নিরালায় শুধু
অনুভূতি -চেতন হয় যদি বোধগতি।


২৯/০১/১৭
======