ঐই বাঁশবাগানের পাশে শিমুল ডালে ডালে
পাগলা করা সুর বেজেছে শুনরে তোরা শুন
শিমুলফুলে নতুন অঙ্কুর ডগায় মাতিয়েছে আজ
কোকিলের শিশির ভিজা সুরের গুনগুন গান।


বসন্ত আমার মাথার উপর শুকনো পাপড়ির গান
নারে বেলগাছের বেলেঠুকর মারে টান-
ফাল্গুনী হাওয়া করে যায় হিয়ার মাঝে আনচান
একগোচ্ছ সোনালীস্বপ্ন আশায় সাজে প্রান;


বসন্ত আমার চলছে শস্যশ্যামল গাঁয়
ফাল্গুনী আমার শহরমুখে শিমুলফুলের ডগায়-
তবুও আমার ফুটেছে বসন্ত ফুলের বাহার !
কোকিলেরা গান গেঁয়ে যায় ফাল্গুনের গান।
১৩/০২/১৭
-----------