রঙবাহারি রঙের খবর নেবার
আকাশ হয়েছে--
রঙধনু ছড়া বিকালের ক্ষণে
ক্ষণে মগ্ধ থাকে
মৌন চাঁদে তাই রঙ বাহার!


শুধু ধূসর হয়েছে-
এই রঙ -এই গন্ধ তৎসময়-
হাসি ঠোঁটে;
তবুও নিয়মে জানতে হয় !
কি –খবর ?


রঙের উষ্ণ চাদর প্রণয়ে
করে খরখর,
কত রঙ খেলায় কত মেখেছো রঙ-
বলতে ইচ্ছে হয় !
কি খবর- কি খবর।
১৮/০৩/১৭
---------