বলো না ! কার তেলের সরিষা চাষ করবো
চিকেন ফ্যায় ভাজার মতো- ভেবে পাচ্ছি না-
কার তৃষ্ণা মিটানোর জন্য ডাবগাছ হবো
ভেঙ্গেছে তো কুঁশেল খাওয়ার ভূমি- ঐ যমুনা;


কার ঝলকানি জ্ঞানের, চাঁদের বুড়ি হবো আড়ি
সবিই দেখছি অভয়ারণের বুকে সবুজের চাষি!
কার বাগানের ফুল হবো কার হবো সরিষা ক্ষেত?
ভাবনাগুলো নিজের কাছে মানবধর্ম শূন্যই মারছে বেত।


বলো না -তোরা ! কার সরিষা চাষ করে হবো ধন্য-
বিবেকবোধ বোঝে না শুধু পশু জ্ঞানে গন্য।


২৩/০৩/১৭
===+===