বিভীষিকার অপর নাম বুঝি পথের পাঁচালি
পথ বাহিয়ে শূন্যের মাঝে ভয়চিকন আনারি-
ভামবিড়াল ভাইরাসে অসুস্থ দেহভুমি জানি
কে দেখাবে কে শুনাবে শুদ্ধাচারে রক্তপানি !


স্বার্থের রথ করেছো আকাশ পাতাল হিমালয় সম
প্রজন্মরা কি শিখবে কি নিবে কণ্ঠভরা রক্তবর্ণ মম
দু’চোখে শুধু স্বপ্ন ফুটানো রঙিন বাগিচার ফুল-
ভবিষ্যৎ দেখো নৈসর্গিক সন্ধ্যামালতির দুল।


কুলের মাঝে দুলের ভুল আমায় সাজাও আনারি-
ভাবের সাজে রসের ঝর্ণা ধারায় করচ্ছে আড়ি !
আমায় দিয়েছো সন্ধ্যামালতির একখানা বাগান বাড়ি-
ভেবে দেখো না কে -আমি না তুমি প্রেমময় আনারি ?


০২/০৪/১৭
-----------