রসগাছের ডালপালা মাথায় সুখ দুঃখের বড় অবলায়
কে চিনে- কে বুঝে –সেই তো ধবলা রঙে রাঙায় !
পোড়া কাঠে বাহারি গন্ধ গায়ে সোনামুখে ঝিলিক-
অবলা কয় ধবলারে শুধু শিসা তামার কি দিলে ক্লীক;


রাখবো কথায় সবিই যে বন্যা ভাসার কায়া-
নোনা জলে সাঁতারকাঁটে মায়ার জালে ছায়া;


হুর উমবা রূপবতি কি দেখো দার্পনে, নাইরে এতটুকু গতি-
ধূসর ধবলা রে ভাঙ্গে যদি পাজর তবু চাও কেনো সম্মগীতি !
এই কেমন ডালপালা আর মাথা জুড়ে এই কেমন অসঙ্গতি-
হয়ে যাক না অবলার গায়ে পাড়া উঠানে রোজ সম্যনীতি।
09/04/17
==---==--=