ক্ষণস্থায়ী পথিক চোখ খুল, দেখো
পৃথিবী এখন গদ্যময়! কত গল্প, কবিতা,
উপন্যাস জলে স্থলে হেঁটে যাচ্ছে-
ভেসে যাচ্ছে; অভাব শুধু কবির আগমন!
তবু জেনো কলম খাতায় এক আর্তনাদ-
মেঘ বৃষ্টি খেলা করছে মিথ্যার থলি হাতে;
অথচ হাতের কোন দোষ নেই; স্পর্শকাতর আহত,
ঠোঁট বাঁকানো হাসির আড়ালে প্রেম কামিনীর
কলঙ্ক দোসর সময় বয়ে নিয়ে যাচ্ছে-
অতঃপর সুখ বিলাসী সুখ চেয়ে দেখছে পথিক।


২৬ আশ্বিন ১৪২৯, ১১ অক্টোবর ’২২প