সময়ের কাটায় এখন গলা বাজি
হুমকি ধূমকির মধ্য দিয়ে যাচ্ছে ক্ষণ
চির বাস্তবতার কথা বুঝেও বুঝে না;
গলা ফেটে যে রক্ত বাহির হবে
খেয়াল নেই ক্ষমতার চোখ কিংবা


বিবেক! অথচ পেঁচা পাখির মতো
ভিতু- শ্রাবণ মেঘের বৃষ্টি বাদল- তবু
সবুজ ঘাসের বুকে প্রবাদ বাক্য ভাসে
গলা বাজি- খুনখারাপি আর অহমিকার
ধূলি বালি ঘুমহীন রাতের সময় নাভিশ্বাস।


১৯জ্যৈষ্ঠ ১৪২৯, ০২ জুন ২২