====================
আকাশ বন্দী তারার কাছে
বাতাস বন্দী সু-গন্ধীর মাঝে-
বন্ধু ল মন ভুলা না-
তোর জ্ঞান বোধ কানা;
বিদ্বেষীরা হেঁটে যায়
হাজার শয়তান খারা
আকাশ থেকে বৃষ্টি ঝরে
মেঘের কাছে থাকে না বেড়া-
বন্ধু ল মন ভুলা না
আদম হাওয়ার সাথে প্রেম করে
সুখ পেলাম না।


যে ফুল দিনের বেলায় গন্ধ ছড়ায় না
রাতের বেলায় গন্ধ ছড়ায়
তার কাছে কভু যাও না-
যে বিশ্বাস নিঃশ্বাস টানে তাকে ভুল না-
যে সহজ সরল ভালবাসে
তাকে একটু ভালবাসা না
এজগতে প্রেম করে মরে কয় জনা
যারাই মরে তারাই খাটি প্রেমিক ওয়ালা;
বন্ধু ল মন ভুলা না-
আদম হাওয়ার সাথে প্রেম করে
সুখ পেলাম না।


৩০ মাঘ  ১৪২৬, ১৩ ফেব্রুয়ারি ২০
-------------------------------