====================
আজ আকাশ লাল ফাল্গুনে ফাল্গন
সরিষার হলদা রঙে ধরেছে আগুন-
তবু করে কেনো- রোদ্র গায়ে শিন শিন
সব ফুলেদের মাঝে কোকিলের ফাল্গুন;
মন যখন বলে,কথাও নেই ইট পাথরে ঘুন
অতঃপর রঙে রঙিন হয়ে প্রেম ইথারে
হারিয়ে যায়- পলাশ, শিমুল,চম্পা,বকুল শুন-
শত নবে এসেছে বসন্ত ফাল্গুন!
মনোচিত্রে মনানন্দে শোনবো না কার বাধা-
নতুনত্বে করবো গা পাকা- হা এসেছে
প্রেম ইথারে শুধু ফাল্গুন ।
১৩-০২-১৮
=======