অন্ধ চোখ পাপের ডগায় নাকি
হাঁটা চরা করে মধ্য যুগ কিংবা
সৃজনশীল প্রেম; বিশ্বাস কর-
প্রেমের গন্ধে কার ঘুম পায় না?
সত্যই আজ প্রেমের তারণায় পৃথিবী
পাপ বল প্রেম; আহামুখ কতাকার-
পাপ নয় বুড়ো, স্বর্গ মানেই প্রেম!
সেখানে সমাজ সংসার বিভক্তি
ব্যভিচার নয় প্রেম- সেতো ঈশ্বরীক
আত্মা স্বর্গীয়, উপলব্ধিকর প্রেম টু।


০৭ অগ্রহায়ণ ১৪২৯, ২২ নভেম্বর ’২২