=======================
কবি নতুন করে আর বিদ্রোহ শুনা যায় না-
তবুও তোমার স্মরণে কিছু বিদ্রোহ যায় ছুঁয়ে!
উত্তাপ কিংবা শীতল গায়,বার বার পদধ্বনি কর;
উদ্বেলিত হই, তোমাকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।


কবি তুমি বেঁচে থাকবে বাবই বুনানো বাসার মতো
কাকের মতো কা কা ধ্বনির দলিত সুরে সুরে-
আরেক বার নবোত্থান জাগ্রো কর বিদ্রোহ কবি!
সেই অপেক্ষায় গুণছি হাজার প্রহর,প্রজ্ঞ দাও কবি।


১৩ ভাদ্র ১৪২৬, ২৮ আগস্ট ১৯
-----------------------------