===================
প্রেমযমুনার মাটির ঘ্রাণ করে গর গর
ধানশালিক বাঁধছে আটি খুব ভর ভর!
বুঝে কে দুধের চেয়ে খাঁটি সর বর বর
শত অনুক্ষণে শুধু যায় পরে বজ্রপাত-
আকাশ নীল, সবুজ মাঠে আর ঘাটে
নীড় ভাঙ্গা অসহ্য বোবা ঘাত প্রতিঘাত;


জল স্রোত ভাসায় বার বার সু-দূর গাঁয়
বিবেক বলে কোন সাহজে বললাম বুঝি-
ময়ূরীর রঙিন ডানায় পশ্চিম কোণে উড়ি!
আর্তনাদ শুনি ফাল্গুন মাস- দাও এনে দাও
প্রেমযমুনায় শীতল করা সুবাস-এ অল্প স্বল্প
গল্প বলার খড়া- এ প্রণয়ে দাও নিঃস্বার্থ ঝরা।
৩০-০৭-১৮
----------