ফাল্গুনী হাওয়া ভাবতে ভাবতে
বকুল ছেড়ে কৃষ্ণচূ্ড়া হয়েছে আমার
মেঠো পথগুলো বেদনায় সাজিয়েছি
তবু আমার ফাল্গুন শেষ হলো না;
দেহের ভাজে ভাজে আগুন পোড়ায়
অথচ ফাল্গুনের সাতকাহন তেমনী থাকলো!
প্রণয়ের দিবসে একাকী গোলাপ ছেড়ে
শিমুল ঝরা আত্মা আর পলাশীর হাসি
তেমনী থাকলো মাঠ প্রান্তর জুড়ে
শুধু সোনালি চাঁদ পূর্ণিমায় বার বার আসে।


১ ফাল্গুন ১৪৩০, ১৪ ফেব্রুয়ারি’২৪