এই অন্ত গভীর নদী
এখন বুঝলো না বর্ষার মানে কি?
রাজনৈতিকের মন্ত্র পাঠ
করেই যাচ্ছো অথচ বসন্ত ফাল্গুন
বুঝও না; রক্তাক্ত ঢেউ  
খেলতে ভীষণ প্রণয়ে দিচ্ছে হাসি!
নদী তুমি কি বালুচর বুঝও?
চার পাশটাতে দেখো বালুচরে ঘিরা;
এতটুকু শান্তির জল বুঝ নদী-
ক্রোধ ছেড়ে শান্তির জল ঢাল গায়ে!
দেখবে প্রশান্তির মেঘ আনন্দে, ডেকে  
যাবে- আছে যত শত এই বিশ্বলয় মুখশ্রী।


১৭ ফাল্গুন ১৪২৮ ০২ মার্চ ২২