কত প্রশ্ন রয়েই গেলো অগোচরে
উত্তরটা বাতাসে ভাসে, আপনে আপনে।
অগোচরে মুচকি হাসি, জোছনা সলক
পলকের পর পলক;
কত অমাবসা কেটে গেলো
তবু প্রশ্নের মুখোমুখি
পূর্ণিমা চাঁদ এলো না-
মৃত্যুর দুয়ারে হাসি
তবু চাঁদ দেখলো না;
ঘাসফড়িং যাবে নেচে
মাটির স্পর্শে, উত্তর নেই মুখে
শ্যামল গায়ে হবে
আমি নামের প্রশ্নটা অচেনা।


১৭ চৈত্র ১৪৩০, ৩১ মার্চ ’২৪