=================
এই শহর আমাকে দিয়ে
তুমি চললে- অন্য শহর নিয়ে;
প্রেমময় এই শহর বুঝি জরাজীর্ণ
নর্দমার গন্ধ তোমার কাছে- মাঝে
মাঝে মাইকেল মধুসূদন- ভাবে ভাবে
স্মরণ করি তোমার কারুকায গিয়েলে।


আমার শহরে কি যে শ্রাবণসন্ধ্যা
বিষাদী মেঘলা আকাশ জুড়ে পূর্ণিমা-
জলাশ্রু কিংবা চন্দন পুড়া ছাই
খোঁজে খোঁজে ক্লান্ত দিশাহারা হয়ে যাই;
এখন তোমার শহর অজানা এক প্রতিমা-
রোজ পুঁজ চাঁদের ঠিকানা- অপলকদৃষ্টিয়ে।


২৩ বৈশাখ ১৪২৬, ০৬ মে ১৯
----------------------------