বাস্তবতার কঠিন সিঁড়িতে দাঁড়িয়ে-
সিঁড়ি গুণতে পারো না, তাহলে
ইটের কষ্ট বুঝবে কি ভাবে? তুমি
তো কল্পনিক স্বপ্ন বাতাসে পিছু টানও
বাস্তবতা বুঝবে কি ভাবে- বাস্তবতা
খুব সহজ চারপাশ দেখলেই বুঝা যায়;
অথচ সেই দেখার চোখ নেই শুধু সিঁড়ি,
দেয়াল, পালঙ্ক জুড়ে যত সব সন্দহ-
বলো সংসার ধর্ম পালন কি ভাবে হবে?
সবই দেখি বাস্তবতার নিরীক্ষে প্রতিপালন।


২৭ পৌষ ১৪২৯, ১১ জানুয়ারি’২৩