অনুভব মরণের পরে প্রজাতন্ত্রে
বুঝি ঘাসেরাই খুব খেলা করে;
রোদ দুপুর নাই-দর্শক ঘাস ফড়িংরাই!
ঘরে ঘরে কেমন করে ছুটে বেড়ায়।
চাঁদের প্রেমে গণতন্ত্র বেশ- তারা রাই
ভাল বুঝে, কত ধানে- কত চাল;
তবুও আবিস্কার হলো ক্ষুধা বন্ধ মুখ
আর অশান্তির পায়রা অথচ একটা মরণ
ঠিকই পারল সমস্ত জ্বালা মন্দা করা-
অতঃপর ঘুমাতে হয় প্রজাতন্ত্র ঘাসে।


১৩ মাঘ ১৪২৮, ২৭ জানুয়ারি ২২