তোমার একটা পুকুর আছে;
আমার দৃষ্টির সীমানায়- রোজ পলক ফেলেছি
যেটুকু জানি কাউকে সাঁতার কাটতে দাওনি!
ভেবেছিলাম তোমার পুকুরে মাছ ধরবো,
সাঁতারও কাটবো কিন্তু অপেক্ষা করতে- করতে-
একদিন পুকুরে বালুচর হয়ে গেছে


কি অদ্ভুত আফসোস ছাড়া কিছুই থাকলো না
এখন মাঝে মাঝে স্বপ্ন রাতে পুকুর ঘাটে যাই
মাছ ধরি অথচ সাঁতার কাটতে পারি না- কারণ
বুঝি ভাগ্যের লিখন! তারপরও পুকুর ভাবি
হয় তো কখন দক্ষিণা বাতাসের ঢেউয়ে ভাসবো
পূর্ণিমা রাত ঝাঁঝাল করবে শুধু পুকুর।
১৮ শ্রাবণ ১৪২৮, ০২ আগস্ট ২১