আর কত নিয়ম দেখবো
অলি গলি- রাস্তার মোড়,
জীবন জীবন এখন রসতল-
ভাবে না, মেঘ বৃষ্টি ঝড়; শুধু
শুধু কার্তিক মাসে কুকুর কাঁদে-
বিড়াল কাঁদে নাকি মিউ- মিউ;
আর কত একা কান্দি অনিয়মে
কেনো জানি মাস জানে না জীবনে
রঙিনা মনে আর কত নিয়ম হবে
ফাল্গুনে নয় তো পুড়া আগুনে
এই আগুন  জ্বলে শুধু জীবনে!


২০ বৈশাখ ১৪২৯, ০৩ মে ২৩