রাগের মাথা
শরবত করে খাওয়া যায় না,
তবে সিনা খাওয়া যায়;
অভয়রাণ্যে গলার খুব চঞ্চল ভাব
এতটুকু আটকে না গলায়!
হাসি দিয়ে ঠোঁট ভিজানো দায়
অথচ নোনা জলের নহে ক্ষয়
দেখো রাগ ভাঙ্গলেই সুখি
মনে আর পাথর ভার থাকে না;
তাই বলে রোজ রাগ করও না
সিনা রেখেছি মজা করে খাও
স্বাদটা না হয় মাথায় থাক।


১৯ মাঘ ১৪৩০, ১ ফেব্রুয়ারি’২৪