=======================
রঙিন কায়া ডানা মেলে উড়ে গেলো পাখি
আর না দেখা হয় সকাল বিকাল সন্ধ্যামালতি-
আর না কথা হয় সন্ধ্যাতারায় তারায় আরতি;
বৃন্দাবন দৃশ্য রোদন অন্ধ হলো দুটি আখি
শীতল পরশ স্মৃতির জানালায় ব্যাস্ত প্রভাতি
বাতাসের গায়ে,মাটির বুকে স্নায়ু আঘাতি-
এই বুঝি লামপোষ্টের মাথায় আটকেছে চাঁদ!
আর দেহের ভিতরে পাখি নেই রইলরে আচ।
০৯-০৫-১৮
--------------