রস গাছের সন্ধি হেঁটে যায়
কোন প্রেমের কথা শুনলে-
কি অভিমানী পাতা গুলো
ঝরে পরতে থাকে; বলে
উঠে- এ বসন্তের খেলা-
নতুন ভাবনার রঙ বিলাস!
পা লম্বা হয় ঠিকই কিন্তু
বিভিন্ন ভালোবাসায় কাতর
হয়ে পরে প্রেম শুকনো বাসর;
অভিমানী জল তৃষ্ণায় মরে-
মধ্যরাতে কিংবা ভোর ক্লান্তে-
তবু প্রেম চুপি চুপি বাতাসে বয়;


০৬ ফাল্গুন ১৪২৯, ১৯ ফেব্রুয়ারি’২৩