দেহের সবুজ রঙে শূন্যাকাশ
মাটির উপর স্পর্শ ছোঁয়া পা-
হেঁটে যাচ্ছে সাদা কালো মেঘ;
ঝড় বৃষ্টি দিনের মাথায় অন্ধকার
তবু লাল, নীল, সবুজ- হেসে উঠে
একমুঠো সোনালি জল কাঁদার হাত
আফসোস বিস্মৃতি ফিরবে না আর-
হৃদয় ভাঙ্গা তুলে না ঢেউ মরা ডাঙ্গা
মুছে ফেলেছে যত সব মাটির মায়া-
ফিরবে সাদা মেঘে রঙধনুর কায়া।


০৩ শ্রাবণ ১৪৩০, ১৮ জুলাই ২৩