====================
রঙের মাঝে গন্ধ দেখি সারি সারি ফুল
ফুলের বাহার কেনো চাঁন্দ দেশে কুল-
কুল হারা করলো প্রীতি ধোঁয়া কলঙ্ক
রঙের খেলা খেলো কেনো ভুলে বঙ্গ;
ভুলের নায়ে পার হবে কেমনে- কে দায়
কে সাই- বাগান বাড়ি শূন্য রইল তাই;


তোর রঙ গন্ধ তোর থাকলো পেলো নারে
শুধু আকাশ মাটি চন্দ্র তারা স্বজনগুণে ফুল
ফলের হাওয়ায় ঝরছে ঝড় তুফান,
কে ডাকে ঈশ্বর, আল্লাহ,ভগবান-
স্বার্থের ওযুহাতে নিজেই করে শ্মশান
রঙের মাঝে গন্ধ সাজে চিত্রকলা আগুন।
১১-০৪-১৮
========