তুমি চাঁদের মধ্যে বাস করো
বিধায় পূর্ণিমা আমাকে নিদারুণ
কষ্ট পোহায়; সোনালি ছায়াছবি
হেঁটে যায় মেঠো পথের ধূলি কোণায়
আর মৃদু বাতাসের গন্ধ পরশ;
আহত শরীর চঞ্চলতায় বর্ষা ডাকে
কিন্তু সাদা মেঘ অনেক দূরত্ব
বিলিন হয়েছে ফাল্গুনী রঙের ভেলা
বৈশাখির দুরন্তপনার কাদা মাখানো
বেলা- তবু চাঁদকে সঙ্গে পাই মেলা।


২৩ ফাল্গুন ১৪৩০, ০৭ মার্চ ’২৪