দ্রোহের মাঝে-আজও কবি
বিরাজ মান! চাঁদের দিকে
তাকালে- মনে হয় ঝাঁঁঝাল
বিদ্রোহের গান; মাটি ভিজে
যায়- সবুজ সমরায়,সোনালি
মাঠ ঘাট এমন কি পাঁজরে ঝরে
রক্তাক্ত বুক- অথচ কবি আজও
প্রেরণা দেয় এক দ্রোহের অনল;
কবি শুধু বাংলার নয় বিশ্ব দরবার!
দ্রোহের রঙিন মেঘের নাম নজরুল।


১২জৈষ্ঠ ১৪২৯, ২৬ মে ২২