ভালোবাসার পরিচয়টা সে তো
সুগভীর -সমুদ্র হার মানায়-
রক্তর বন্ধন মূলে হারায় -
তবুও ভালোবাসাদের দ্বার শূন্য !
আজও অবোঝ কণ্ঠ ভরা গান!
শুধু উল্টোপিঠ মঙ্গলগ্রহে-
পরিচয়ের ইতি টান;
তাতেই বা কি ঘোর আনন্দ কাটে রেস –
আরো চাই ভালোবাসার কালবৈশাখির মেঘ;
মুখে যাবে সবুজ ঘাসের বুকে
হায় হায় করে দল বহর মেষ !
পরিচয়টা ঔখানে ত্যাগেমেগে
মহৎগুণে বিনম্র ফুল।
৩০/০৪/১৭
----------