প্রেম বিরহের একই কণ্ঠে
গান শোনে শোনে কেটে যায় বেলা;
প্রভাত ফেরিতে হাজার
ফুলেল স্পর্শের ঘ্রাণ নিঃশেষ আহত খেলা!
গানের ভাবনা খুবই পুরাতন
কুঠি পাথরে ঘষা মাঞ্জা শীল পাটা কণ্ঠ সুর;
শত উপমায় বুঝানো র পরও
একই গান! গানে পৃথিবী আমার কিয়ামত!
যেন কুরবানী ঈদের পশু জবাই
করা আনন্দ কেউ হার মানায়;গাইন রানী
বুঝেই না তার অনুরাগি তাল লয়-
বেসুরা গানে ব্যঞ্জনায় রক্তাক্ত মন পাঁজর।


০৪ পৌষ ১৪২৮, ১৯ ডিসেম্বর ২১