অগ্নিশিখা তাপদাহ দাবানল
তাদের সম্পর্কের ধ্রুবতারা একই
দ্রোহের প্রণয় সুগন্ধ ছড়ায় না
কারণ আকাশে পূর্ণিমা থাকবে না
আঁধারের মাঝে ভবিষ্যৎ দেখে উজ্জ্বল
অথচ অনাগত উঠন শূন্য মরুময়
তাহলে এতো কেনো আয়োজন
এতো কেনো বেদনা আর ছলনা ভরা মন
তবু দীগন্তে জুড়ে রক্তনিলা অনল
বৃষ্টির মেঘ শুকায় না বরং আঁধার
এভাবেই বছর ঘুরে আসে রক্তচক্ষু সময়
শান্তির বাতা যেনো না ফেরার দেশ।


০৬ শ্রাবণ ১৪২৯, ২১জুলাই’২