নদীর চোখ দেখছে খরস্রোত
উজানে শুধু নদের বালুচর
সুখের মোহনায় যে নদীর
অট্টালিকার রোদচশমা ছাঁদ;
মমতাময়ী জল গড়ে গড়ে
ঝর্ণাধারা, পাহাড়ের কান্না
ময়ূরী ঢেউ রাতের স্বপন নয় কি
চঞ্চল মনে শোকাহত ঝড়
খরস্রোতে এক বার ভাসতে চাই
প্রণয়ের কিনারা নদী খুঁজে পাই।


৩১ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৪ জুন ২৩