তুমি রোদ- আমি ছায়া
পুড়ে যাচ্ছি এই কায়া;
তুমি সূর্য- আমি চাঁদ
বিষন্ন বড় এই এই রাত!
তুমি ফাল্গুন- আমি চৈত্র
এই খেলাই বৈশাখ জ্যৈষ্ঠ;
তুমি আকাশ আমি মাটি
জল কাঁদা- ভারি ভারি!
তুমি ফসল- আমি মাঠ
এযেনো রোদ্দুরে পথঘাট
তুমি ভোর- আমি শিশির
সোনালি রোদ উজ্জ্বল চিনি।


২৫ বৈশাখ ১৪২৯, ০৮ মে ২৩